বধ্যভূমি সম্প্রসারণের কাজ শিগগির শুরু হবে- মেয়র মো. রেজাউল করিম চৌধুরী

বধ্যভূমি সম্প্রসারণের কাজ শিগগির শুরু হবে- মেয়র মো. রেজাউল করিম চৌধুরী

নিজস্ব প্রতিনিধি: নগরে বধ্যভূমি সম্প্রসারণের কাজ শিগগির শুরু হবে বলে জানিয়েছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

সোমবার (২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষে পাহাড়তলী বধ্যভূমিতে শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের এ কথা বলেন মেয়র।

তিনি বলেন, হীনস্বার্থে জায়গা দখল করতে করতে পাহাড়তলী বধ্যভূমি সংকুচিত করে ফেলা হয়েছে, যা মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে ব্যথিত করে। এজন্য বধ্যভূমি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছি।

ইতোমধ্যে বধ্যভূমির ডিজাইন ও এস্টিমেশন সম্পন্ন হয়েছে। শিগগির বধ্যভূমি পুনঃনির্মাণের কাজ শুরু হবে।এসময় মেয়র বধ্যভূমি পরিদর্শন করেন এবং বধ্যভূমির উন্নয়নে কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন।

উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম , জহুরুল আলম জসিম,কাউন্সিলর  0৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড। ওয়াসিম উদ্দিন চৌধুরী ১৩  নং ওয়ার্ড,নুরুল আমিন কালু ১২ নং ওয়ার্ড,আবুল হাসনাত বেলাল,লালখান বাজার ওয়ার্ড সহ প্রমুখ।