জামিনে এসে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে সন্ত্রাসীরা, ভিক্টিম এলাকা ছাড়া

জামিনে এসে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে সন্ত্রাসীরা, ভিক্টিম এলাকা ছাড়া

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন ২ নং ঝিল এলাকায় হত্যা চেষ্টা মামলায় জামিনে এসে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে চিহ্নিত সন্ত্রাসীরা।

তাদের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে হামলার স্বীকার হওয়া ভিক্টিম এর পরিবার ।

গত (২ জুলাই) ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওতাধীন ২ নং ঝিল এলাকায় সুমন নামের এক ব্যক্তিকে হত্যার উদ্যেশ্য প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটে, মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযগ মাধ্যমে ভাইরাল হয়।

এই ঘটনার সাথে জড়িত ৮ জনের বিরোদ্ধে ৩ জুলাই আকবর শাহ থানায় মামলা করেন ভিক্টিমের স্ত্রী বিবি হাজেরা, তাদের মধ্য ১নং ২নং আসামী এখনো পালাতক থাকলেও বাকি ৬ আসামী জামিনে এসে এলাকায় আবারো আতঙ্ক সৃষ্টি করছে যারা ভিক্টিম সুমনকে সহায়তা করেছিলেন তাদের দিচ্ছে হত্যার হুমকি।

সন্ত্রাসীরা হল, মো. বাবলু, মুন্না প্রকাশ কালাইয়া, রিপন রানা,শাহ আলম,মো.কুদ্দুস, গিয়াস উদ্দিন,মিস্ত্রী সুমন,ও সাগর, তাদের আতঙ্কে দিসে হারা এলাকার সাধারণ মানুষ।

২ নং ঝিল সমাজ কমিটির সাধারণ সম্পাদক ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম জানান, সন্ত্রাসীরা জামিনে এসে মামলার সাক্ষীদের হত্যার হুমকি ধমকি দিচ্ছে আমরা আতঙ্কে আছি এবিষয়ে আকবর শাহ থানাকে অবিহত করলে প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেনা।