উখিয়ায় ৪ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

উখিয়ায় ৪ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট: কক্সবাজারের উখিয়ার পানবাজার রোহিঙ্গা শিবির থেকে ৪ হাজার ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৪ হাজার নগদ টাকাসহ দুই রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়েছে।

রোববার (১৩ মার্চ) ভোরে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পটিতে অভিযান চালান।
আটকরা হলেন—ক্যাম্প ১০ এর জাফর আলমের ছেলে আনিছুর রহমান (২০) ও নুর হোসেনের মেয়ে ইসমত আরা (১৮)।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ১০ এর জি/৮ নম্বর ব্লকে আনিছুর রহমানের বসতঘরে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৮৪০ পিস ইয়াবা ও ৫৪ হাজার নগদ টাকাসহ রোহিঙ্গা দুই নারী ও পুরুষকে আটক করা হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হযেছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, ইয়াবাসহ আটক দুজনকে কক্সবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।