শেরপুরে ভারতীয় মদসহ আটক ৩

শেরপুরে ভারতীয় মদসহ আটক ৩

নগর ভয়েস ডেস্কঃ শেরপুরে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬২ বোতল মদসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির ওসি মো. আব্দুল কালাম আজাদ জানান, শুক্রবার দুপুরে নালিতাবাড়ী থানার সমশুড়া এলাকায় আবুল কালামের বাড়ি সংলগ্ন রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত রা হলেন, ঝালকাঠি জেলার রাজাপুর থানার মনোহরপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. আব্দুল হালিম (৩৮), শেরপুরের নালিতাবাড়ী থানার সমশুড়া গ্রামের মৃত আমিয় উদ্দিনের ছেলে মো. জামিন চৌধুরী (৩০) ও একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোতালেব হোসেন মুনা (৩৮)।

ডিবির ওসি জানান, মাদক উদ্ধারের উদ্দেশ্যে শুক্রবার গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ সাইফুল মালেকের নেতৃত্বে একটি টিম ঝিনাইগাতী উপজেলার তিনানি বাজারে অবস্থান করছিলেন।

এসময় প্লাস্টিকের তিনটি বস্তায় ভরে কাঁধে করে ভারতীয় মদ পাচার করছিলেন কয়েকজন। গোয়েন্দা পুলিশের সদস্যরা মদসহ তাদের হাতেনাতে আটক করেন, তবে শাহ আলী ও অজ্ঞাতনামা দুই আসামি দৌড়ে পালিয়ে যায়।

আটককৃত মদের আনুমানিক বাজার মূল্য এক লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় এসআই মোহাম্মদ সাইফুল মালেক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।

ওসি আজাদ বলেন, আটককৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হবে। পলাতক আসামিদের আটকের চেষ্টা চলছে।