বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশের বাজারে  জ্বালানি তেলের দাম বৃদ্ধি

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশের বাজারে  জ্বালানি তেলের দাম বৃদ্ধি

স্টাফ করেসপন্ডেন্ট: বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে  দেশের বাজারে  জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, পেট্রোল ১৩০ টাকা এবং অকটেন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে নতুন ঘোষণা পর পরেই দেশের পেট্রোল পাম্প গুলোতে  তেল ক্রয়ের হিড়িক পড়ে যায়, এতে কোন কোন জায়গায় কিছু পেট্রোল পাম্প বন্ধ করে দেয় বলে অভিযোগ করেছেন গ্রহকরা। প্রজ্ঞাপন ঘোষণা  অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে জ্বালানি তেলের বর্ধিত দাম কার্যকর হবে।

উল্লেখ্য, সর্বশেষ গত বছরের নভেম্বরে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছিল সরকার।