বাজারমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

বাজারমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রামে বাজারমূল্য নিয়ন্ত্রণে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার প্রথম দিন চাক্তাই ও জিইসি মোড় এলাকায় অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে দুই লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে তেল ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা, অননুমোদিত টেক্সটাইল রং বিক্রয়ের জন্য সংরক্ষণ এবং বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় এসব জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান জানান, অভিযানে চাক্তাই এলাকার হাজী ইমাম শরীফ অ্যান্ড ব্রাদার্স এবং মেসার্স কাশেম অ্যান্ড ব্রাদার্সকে তেল ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা, অননুমোদিত টেক্সটাইল রং বিক্রয়ের জন্য সংরক্ষণের দায়ে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

একই অভিযানে তেলের ক্রয়-বিক্রয়ের যথাযথ ভাউচার প্রদর্শন করতে না পারায় মেসার্স এস এস এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে জিইসি এলাকার কিডজি নামের একটি দোকানে বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।