বন্ধ জাহাজভাঙা কারখানা পুনরায় চালুর সিদ্ধান্ত

ভ্যাট কর্মকর্তাদের হয়রানির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা জাহাজভাঙা কারখানা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)।

বুধবার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএসবিআরএ’র সচিব নাজমুল ইসলাম।

তিনি বলেন, কর্তৃপক্ষের সঙ্গে মিটিং হয়েছে। তারা আমাদের দাবি মেনে নিয়েছেন। তাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) থেকে সবকিছু স্বাভাবিক নিয়মে চলবে।

এর আগে মঙ্গলবার রাতে ভ্যাট কর্মকর্তাদের হয়রানির প্রতিবাদে জাহাজভাঙা কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয় সংগঠনটি। ভ্যাট ফাঁকির অভিযোগে ভাটিয়ারি স্টিল শিপব্রেকিং ইয়ার্ড, প্রিমিয়ার ট্রেড করপোরেশন, মাহিনুর শিপব্রেকিং ইয়ার্ড ও এসএন করপোরেশন নামে চারটি জাহাজভাঙা কারখানার সব নথি ও কম্পিউটার জব্দ করে ভ্যাট কমিশন।