উখিয়া হরিণ মারা থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম ও অবৈধ ড্রেজার মিশন উদ্ধার

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃআমিনুল ইসলামের নেতৃত্বে একদল বন কর্মী ও সিপিজি সদস্যরা গোপন সংবাদের ইনানী রেঞ্জের রাজাপালং বিটের হরিণমারা এলাকায় অভিযান চালিয়ে সরকারি বনভূমির পাহাড়ের সাথে ড্রেজার মিশন বসিয়ে অবৈধভাবে বালি উত্তলনের কাজে ব্যবহ্নত দুটি ড্রেজার মিশন ও বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকার সময় এই অভিযান পরিচালিত হয়। স্হানীয় ও বন বিভাগের সূত্রে জানা গেছে হরিণ মারা গ্রামের মৃত্যু আব্দুল আজিজ মিয়া চৌধুরী ছেলে ইদ্রিস চৌধুরী সহ একদল বালু সিন্ডিকেট দীর্ঘদিন ধরে স্হানীয় বন বিভাগ ও পরিবেশ আইন কে বৃদ্ধঙ্গুলি ও ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি বনভূমির পাহাড়ে ড্রেজার মিশন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।